গফরগাঁওয়ে বালুবাহী ট্রাকচাপায় ২ পথচারী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ১৪:৩১
৭ জুন ২০২১ ১৪:৩১
ময়মনসিংহ: গফরগাঁওয়ে বালুবাহী ট্রাকের চাপায় দুই পথচারী কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৭ জুন) সকালে উপজেলার গফরগাঁও-হোসেনপুর সড়কের খুরশীদমহল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাগলা থানার খুরশীদমহল গ্রামের হোসেন মিয়ার ছেলে মাসুম (১৬) ও শহীদুল ইসলামের ছেলে মানিক (৩০)।
পাগলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, সকালে ওই দুই পথচারী কৃষক পায়ে হেঁটে ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে খুরশীদমহল গ্রামের চরাঞ্চলে ফসলের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। তারা সেতুর ওপর ওঠা মাত্রই কিশোরগঞ্জগামী বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সারাবাংলা/এএম