Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট আলোচনা চলছে, কাল সম্পূরক বাজেট পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১২:৩৪ | আপডেট: ৬ জুন ২০২১ ১২:৪৪

ঢাকা: চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের পর আলোচনা শুরু হয়েছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন এর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্ন উত্তর পর্ব টেবিলে উত্থাপিত করা করা হয়।

এরপর শিশু দিবা যত্ন কেন্দ্র হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি সংসদে তিনটি রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়। এ ছাড়া সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ জাতীয় আর্কাইভস ২০২১ বিল সংসদে তোলেন।

বিজ্ঞাপন

এরপরই শুরু হয় সম্পূরক বাজেটের ওপর আলোচনা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বিএনপির সংসদ সদস্য রুবিনা হক আলোচনায় অংশ নেন। আগামীকাল সর্বসম্মতিক্রমে সম্পূরক বাজেট পাস হবে।

আরও পড়ুন
‘বাজেটে সব খাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’
বাজেট প্রস্তাবনায় শ্রমজীবী মেহনতি নারীরা চরমভাবে উপেক্ষিত
বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসাবান্ধব বাজেট: অর্থমন্ত্রী
স্বচ্ছ রূপরেখা নেই বাজেটে, ঘাটতি পূরণ নিয়ে শঙ্কা সিপিডি’র
ব্যবসায়ীদের কাছে বাজেট তাৎপর্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ নতুন অর্থ বছর বাজেট বাজেট ২০২১-২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর