Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব পরিবেশ দিবসে ৫০ লাখ গাছের চারা বিতরণ

সারাবাংলা ডেস্ক
৫ জুন ২০২১ ০৯:৪৩ | আপডেট: ৫ জুন ২০২১ ১৩:৫৮

বিশ্ব পরিবেশ দিবস আজ শনিবার (৫ জুন)। প্রতিবছরের মতো এবারও এই দিবসকে কেন্দ্র করে ৫০ লাখ গাছের চারা বিতরণ শুরু করেছে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’।

এই কর্মসূচির আওতায় ১৮টি জেলায় বেশি জেলায় গাছ চারা বিতরণ করা হয়। শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ‘বনায়ন’।

গাছের চারা বিতরণের জেলাগুলো হলো— ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, লালমনিরহাট, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী (ভাসানচর)।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮০ সালে যাত্রা শুরু করে ‘বনায়ন’। প্রকল্পটি গতবছর করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিকালেও স্বাস্থ্যবিধি মেনে ৫০ লাখ গাছের চারা বিতরণ করেছে। আর ৪১ বছরের এই যাত্রায় এ পর্যন্ত ১১ কোটি বনজ, ফলজ ও ঔষধি জাতীয় গাছ বিনামূল্যে বিতরণ করেছে বনায়ন। ফলে প্রতি বছর ৩০ হাজারের বেশি মানুষ উপকৃত হচ্ছেন। ‘বনায়ন’র এই উদ্যোগ জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৩) ‘ক্লাইমেট অ্যাকশন’ এবং (এসডিজি-১৫) ‘লাইফ অন ল্যান্ড’ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের বিস্তৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান রাখায় ‘বনায়ন’ ইতোমধ্যে দেশে-বিদেশে অসংখ্য স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে। এগুলোর মধ্যে চারবার প্রধানমন্ত্রী’র জাতীয় পুরস্কার এবং একবার প্রধান উপদেষ্টা’র জাতীয় পুরস্কার লাভ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও গ্রিন লিডারশিপ বা সবুজ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এন্টারপ্রাইজ এশিয়ার কাছ থেকে ‘এশিয়া রেসপনসিবল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড’ অর্জন ও এসডিজি অন্তর্ভুক্তিকরণ ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তি। একইসঙ্গে ‘বনায়ন’ প্রকল্প প্রতিবছর জেলা ও উপজেলাভিত্তিক ২০টির বেশি পুরস্কার লাভ করে আসছে।

বিজ্ঞাপন

‘বনায়ন’র কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করতে প্রকল্পটির সহযোগী ও অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। যেমন— শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), রাজশাহী সিটি করপোরেশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

বৃক্ষ রোপণের প্রসার ও সবুজায়নের বিস্তৃতির মাধ্যমে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সুন্দর আগামী নিশ্চিত করতে ‘বনায়ন’ তার অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস

বনায়ন বিশ্ব পরিবেশ দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর