Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকান থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২১ ২০:১৭

ফাইল ছবি

সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলায় নূর আলম (১৮) নামে এক তরুণকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ জুন) সকালে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূর আলম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্পগ্রামের নুরুল ইসলামের ছেলে।

ওসি জানান, দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজারে নূর আলমের পরিবারের রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। নূর আলমই সেটি দেখাশোনা করতেন। বৃহস্পতিবার রাতে তিনি দোকানেই ছিলেন। রাত ১১টার দিকে এলাকার এক যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যান। পরে শুক্রবার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের পাশের একটি ডোবায় নূর আলমের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে সন্দেহভাজন একজনের নাম পাওয়া গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/এসএসএ

যুবককে হত্যা সুনামগঞ্জ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর