Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ‘পজিটিভ’ বানিয়ে দেয় ‘নেগেটিভ’, গ্রেফতার ২ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ২২:২৬

ঢাকা: রাজধানীর বংশাল এলাকা থেকে করোনা টেস্ট রিপোর্ট জালিয়াতি চক্রের দুই সদস্যের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ( ৩ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন ।

আসামিরা হলেন, মো. মনির হোসেন (৩৭) ও মো. রফিকুল ইসলাম ওরফে রুবেল (২৪)।

দুই দিনের রিমান্ড শেষে আসামিদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের কোতোয়ালি জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ৩১ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে আসামিদের দুইদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

এর আগে, গত ৩০ মে বেলা পৌনে চারটার দিকে বংশাল থানার নাজিম উদ্দিন রোডের আল মেডিকেল ফার্মায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে কোনো অপারেশনের জন্যে করোনার নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হয়। গ্রেফতারকৃতরা ঢামেকে চিকিৎসারত রোগীদের অপারেশনের জন্য করোনার পজিটিভ রিপোর্ট পরিবর্তন করে নেগেটিভ করে দেয়।’

তিনি জানান, ক্যানসার আক্রান্ত এক রোগীর অপারেশনের জন্য দুই হাজার টাকার বিনিমেয়ে গ্রেফতাকৃতরা একটি করোনা নেগেটিভ রিপোর্ট তৈরি করে দেয়। পরবর্তী সময়ে ঢামেকের নাক, কান, গলা বিভাগে রিপোর্টটি নিয়ে গেলে কর্তৃপক্ষ রিপোর্টটি ভুয়া বলে শনাক্ত করে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় বংশাল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান সাইফুর রহমান আজাদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

করোনা করোনা সার্টিফিকেট প্রতারনা

বিজ্ঞাপন

আবহাওয়া যেমন যাবে আগামী ৩ দিন
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর