Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরাদ্দ বেড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ১৮:৩৫ | আপডেট: ৩ জুন ২০২১ ২০:২০

ঢাকা: নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৯ হাজার ৯৫০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে। ২০২০-২১ অর্থবছরের বাজেটের বরাদ্দের চেয়ে এ পরিমাণ ৬৩৭ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব রাখেন।

বাজেটের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৩১৯ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৩১ কোটি টাকা। অর্থাৎ মোট ৯ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে এই কাতে বরাদ্দ ছিল ৯ হাজার ৩১৩ কোটি টাকা। তার আগে ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ ছিল ৭ হাজার ৭৫৮ কোটি টাকা। সে হিসাবে এই খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়ছে।

সারাবাংলা/জেআর/টিআর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাজেট ২০২১-২২ বাজেটে বরাদ্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর