দেশে পৌঁছেছে মেট্রোরেলের দ্বিতীয় সেট
৩ জুন ২০২১ ০০:১১ | আপডেট: ৩ জুন ২০২১ ০০:১৩
ঢাকা: মেট্রোরেলের দ্বিতীয় সেট দেশে এসে পৌঁছেছে। এরইমধ্যে দ্বিতীয় সেটে আসা ৬টি কোচ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নামানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার (২ জুন) ডিএমটিসিএল’র তাদের অফিসিয়াল ফেইসবুক পাতায় এ তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই দ্বিতীয় মেট্রোট্রেন সেট বুধবার মআরটি লাইন-৬ বা বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উত্তরা ডিপোর কোচ আনলোডিং এরিয়ায় নামানো শুরু হয়েছে।
উল্লেখ্য, চলমান করোনাভাইরাসে বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে বিশেষ উদ্যোগে থার্ড পার্টি ইনসেপশন এর পর দ্বিতীয় মেট্রোট্রেন সেট জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে গত ২১ এপ্রিল জাহাজে যাত্রা শুরু করে। যা গত ৯ মে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছায়। মোংলা বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি শেষে ঘূর্ণিঝড় ইয়াস পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে গত ২৪ মে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১ জুন সন্ধ্যায় উত্তরার ডিএমটিসিএল জেটিতে পৌঁছে।
আরও বলা হয়, তৃতীয় এবং চতুর্থ মেট্রোট্রেন সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন। বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ আগামী ১৩ আগস্ট। আর পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুলাই। বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর।
জানা যায়, প্রতিটি ট্রেনের ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ দুই হাজার ৩০৮টি আসন। ডিএমটিসিএল ২০১৭ সালের আগস্টে জাপানের কাওয়াসাকি মিতসুবিশি কনসোর্টিয়ামের সঙ্গে মেট্রোরেলের জন্য ২৪ সেট ট্রেন তৈরির চুক্তি সই করে। এর মধ্যে দুই দফায় বারো সেট ট্রেন বাংলাদেশে এসে পৌঁছেছে।
উল্লেখ্য, ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প এমআরটি-৬ এর রুট রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। চলতি বছরের মার্চ পর্যন্ত এ প্রকল্পের ৬১ দশমিক ৪৯ শতাংশ অগ্রগতি হয়েছে।
সারাবাংলা/জেআর/এসএসএ