জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আলোকচিত্র প্রদর্শনী
৩১ মে ২০২১ ১৫:০৯ | আপডেট: ৩১ মে ২০২১ ১৫:৩৭
ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় এ প্রদর্শনী উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ প্রদর্শনী আয়োজন করেছে। প্রদর্শনীতে জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের বেশ কিছু আলোকচিত্র স্থান পেয়েছে।
প্রদর্শনী উদ্বোধনকালে নজরুল ইসলাম খান বলেন, ‘আমি আশা করব জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর যে আলোকচিত্র প্রদর্শন হচ্ছে, তার মাধ্যমে আপনারা তার (জিয়াউর রহমান) কর্মকাণ্ড ও অর্জন সম্পর্কে সম্যক ধারণা পাবেন।’
তিনি বলেন, ‘তবে এই ধারণা যদি আরও পরিষ্কারভাবে নিতে চান, তাহলে আমাদের পাশে যে বইয়ের দোকানটি আছে, সেখানে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ওপর লেখা অসংখ্য বই আছে, সেগুলো সংগ্রহ করে পড়তে হবে। তাহলেই আজকের এই আয়োজনের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন হবে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মতোই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন এবং তিনি অসুস্থ। আমরা তার কারামুক্তি দাবি করছি। আমরা দাবি করি বাংলাদেশের অন্য যে কোনো মানুষের মতো এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো তিনি যেন চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে তার ওপর যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয়।’
তিনি বলেন, ‘দেশ এবং দেশের মানুষ যেভাবে দুর্বিষহ জীবনযাপন করছি, কোভিডের অসহায় শিকারে পরিণত হয়েছি, সেটা থেকে মুক্তির প্রার্থনার পাশাপাশি আমরা মনে করি এসব দুর্যোগ থেকে মোকাবিলার জন্য জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দরকার। আর তা কেবল সম্ভব একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।’
‘আমরা সেই নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি এবং শপথ করছি শহিদ জিয়ার ঘোষণার মাধ্যমে যে লড়াই আমরা করেছিলাম, সেই লড়াই অব্যাহত রেখে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করব’— বলেন নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জাসাস নেতা রফিকুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী, লিয়াকত আলী, মীর সানাউল হক প্রমুখ।
সারাবাংলা/এজেড/এএম