Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ১২:১৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক মারা গেছে।

বুধবার (২৬ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, সকালে হাতিরঝিল থানাধীন রামপুরা নতুন রাস্তা ডিআইটি রোডে দুটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালকই ছিটকে পড়ে। এক যুবক গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। অপর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকেই পালিয়ে গেছে।

এসআই আরও জানান, নিহতের সঙ্গে থাকা আরমানা অ্যাপারেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে তার নাম আনোয়ার হোসেন বলে জানা গেছে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

মৃত্যু সড়ক দুর্ঘটনায় হাতিরঝিল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর