এসএমই উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক
২৪ মে ২০২১ ২২:২৫ | আপডেট: ২৪ মে ২০২১ ২২:৪০
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত গ্রামীণ প্রান্তিক এসএমই উদ্যোক্তাদের ঋণ দিতে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে এসএমই ফাউন্ডেশন।
প্রিমিয়ার ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রান্তিক এসএমই উদ্যোক্তাদের ঋণের চেক হস্তান্তরও করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালন ও সিইও এম. রিয়াজুল করিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, প্রিমিয়ার ব্যাংকের এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এসএমই উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর