মুক্তি পেয়ে কাশিমপুর কারাগার ছাড়লেন সাংবাদিক রোজিনা
২৩ মে ২০২১ ১৭:৩০ | আপডেট: ২৩ মে ২০২১ ১৯:২৬
গাজীপুর: জামিন পেয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার মুক্ত হয়েছেন। রোববার (২৩ মে) বিকেল সোয়া চারটার দিকে তিনি কারাগার থেকে বের হন।
কারাগারের মহিলা ইউনিট থেকে মুক্ত হওয়ার পর কারাগারের গেটে অপেক্ষমান সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন থাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেলেন রোজিনা ইসলাম
জানা যায়, রোজিনার জামিনের কাগজপত্র ঢাকা থেকে কাশিমপুর কারা কর্তৃপক্ষের কাছে অনলাইনে আসে। ওই কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মুক্তি দেওয়া হয় কারাগারের আনুষ্ঠানিকতা শেষে।
কারাগারের ভেতর থেকে জামিনে মুক্ত হয়ে তার জন্য অপেক্ষমান গাড়িতে উঠে তিনি কারাগারের গেট পার হয়ে ঢাকার দিকে চলে যান।
এর আগে, গত সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (১৮ মে) রোজিনাকে আদালতে নেওয়া হয়েছিল। ওই দিন পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে দিয়ে এবং রোজিনার জামিন আবেদন অনিষ্পন্ন রেখে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। পরে বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি নেন আদালত। পরে জামিন বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন দিয়েছিলেন।
রোববার দুপুরে রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী, জোতির্ময় বড়ুয়া ও আমিনুল গনি টিটো ভার্চুয়াল আদালতে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। রাষ্ট্রপক্ষ থেকে তার বক্তব্যে বলেন, শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া যেতে পারে রোজিনা ইসলামকে। আসামিপক্ষের এহসানুল হক সমাজী তার বক্তব্য সমর্থন করেন।
পরে পাসপোর্ট জমা দেওয়া ও পাঁচ হাজার টাকার বন্ডে রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়।
সারাবাংলা/এমও