বিভক্তি ছেড়ে একাট্টা হোন— সাংবাদিকদের ফখরুল
২১ মে ২০২১ ১৯:১৭
ঢাকা: বিভক্তি ছেড়ে একাট্টা হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলাম, রুহুল আমিন গাজী, রাজনৈতিক নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ ‘রাজবন্দিদের’ মুক্তির দাবিতে এ আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাংবাদিকদের মাথা তুলে দাঁড়াতে হবে। রোজিনা ইসলামের মতো মেয়েরা তো আছে। তারা তো মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। আমি অনুরোধ করব, নিজেদের মধ্যে বিভক্তিগুলো রাখবেন না। একটা-দুইটা-তিনটা-চারটা সাংবাদিক ভাইদের মধ্যে ইউনিয়ন, অ্যাসোসিয়েশন। তাহলে কী হচ্ছে? একজনের যে ভাষা, একজনের যে বক্তব্য সেটি কিন্তু সেই জোর পাচ্ছে না। আজকে সবাই মিলে একজোট হয়ে বলেন যে, সাংবাদিক নির্যাতন চলবে না, নির্যাতন চলবে না। তাহলে দেখবেন যে আস্তে আস্তে সম্মান বাড়বে।’
‘শুধু একটি অনুরোধ থাকবে, আপনারা অন্যায়কে অন্যায় বলবেন, স্পটকে স্পট, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন। আসুন না আমরা নিজের দেশটাকে বাঁচানোর জন্য সবাই মাথা তুলে দাঁড়াই, অন্তত একবার দাঁড়াই। তাহলে দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আজ ৭/৮ মাস ধরে জেলে। কেন জেলে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপরাধে। এই আইনটি করার সময় আমাদের সকল সাংবাদিক ভাইয়েরা এক হয়ে আন্দোলন করেছিলেন, দাবি জানিয়েছিল এই আইন না করার জন্য। দেখা গেল সেটি ভেঙে গেল, ভেস্তে গেল।’
মির্জা ফখরুল বলেন, ‘লোভের কাছে মাথা নত করা যাবে না, নিজের ব্যক্তিস্বার্থের কাছে মাথানত করা যাবে না। নিজেকে বাঁচানোর জন্যে, নিজে ভালো থাকব, নিজে ভালো গাড়ি চড়ব, নিজের অ্যাপার্টমেন্ট ভালো পাব— এইভাবে যদি চিন্তা করি তাহলে সাংবাদিক কমিউনিটিকে বাঁচানো যাবে না, গণমাধ্যমকে বাঁচানো যাবে না।’
তিনি বলেন, ‘দুইটি দানব আমাদের আক্রমণ করেছে। একটি হচ্ছে করোনাভাইরাস, আরেকটি হচ্ছে এই আওয়ামী লীগ সরকার। কোভিড দানব গোটা বিশ্বকে একদম তছনছ করে দিয়েছে। করোনাভাইরাসের মতোই বর্তমান সরকার বাংলাদেশের ৫০ বছরের যত অর্জন— সব কিছুকেই লন্ডভণ্ড, ছিন্নভিন্ন করে দিয়েছে।’
গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে ফখরুল বলেন, ‘বিএনপির নেত্রী নিপুণ রায় চৌধুরীকে একটা মিথ্যা অডিও ক্লিপ তৈরি করে আমাদেরই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেল। সে নাকি নাশকতায় উসকানি দিচ্ছিল। এরকম মামলা তো আমাদের বিরুদ্ধে কমপক্ষে ৫০টার বেশি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একই মামলা, একই সময়ে ৭টি স্থানে বোমা মারা— এটি জোক নয়? এ দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে এরকম মামলা হয়, সবচেয়ে জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে এ ধরনের মামলা হয়।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের সংবাদমাধ্যম কিন্তু সে বিষয়ে খুব জোরে-শোরে কথা বলেন না। দুর্ভাগ্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মিথ্যা মামলা চললো, সেই মিথ্যা মামলার মেরিট-টেরিট নিয়ে বাংলাদেশের নামি-দামি পত্রিকাগুলোকে কোনো ফিচার লেখতে আমি দেখিনি। এটি ডাবল স্ট্যান্ডার্ড।’
মির্জা ফখরুল বলেন, ‘এরা (ক্ষমতাসীনরা) সারাদেশে মামলা দিয়ে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের যত সংগ্রাম তাকে দলে-পিষে মিশে ফেলতে চায়। সাংবাদিক শফিক রেহমানকে জেলে পুরো, দেশ থেকে বের করে দিয়ে, মাহমুদুর রহমানকে দেশ থেকে বের করে দিয়ে, রুহুল আমিন গাজীকে জেলে পুরে, নিপুণ রায় চৌধুরীকে জেলে পুরে, রোজিনা ইসলামকে জেলে রেখে, মুশতাকতে হত্যা করে শেষ রক্ষা হবে না, শেষ রক্ষা হয়নি কোনোদিন। এটি হতে পারে না। এটি ইতিহাস, এটি বিজ্ঞান, এটি সভ্যতা।’
তিনি বলেন, ‘মানুষ তার নিজস্ব প্রয়োজনে উঠে দাঁড়াতে শুরু করেছে। আমাদের সেই সংগ্রাম শুরু করতে হবে, সেই যুদ্ধ শুরু করতে হবে, যে সংগ্রামের মাধ্যমে আমরা এই দানবকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পারব, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব। আমরা আশা করি, মানুষ জেগে উঠবে, এই সরকারের পতন হবে।’
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, বর্তমান সভাপতি কাদের গনি চৌধুরী, মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, নিলোফার চৌধুরী মনি প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে