Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২১ ১৬:৪৪

ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী টানা সপ্তম দিনে গড়িয়েছে। গত ৪ এপ্রিল থেকে সূচকের অব্যাহত ঊর্ধ্বমুখীর কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩০২ পয়েন্ট। একইসময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৮৯৬ পয়েন্ট।

এদিকে রোববার (১৬ মে) দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৮টি কোম্পানির ৫৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৫৩৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৩১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিলো একহাজার ৪৫৩ কোটি লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৩ পয়েন্টে উন্নীত হয়।

এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮২ পয়েন্টে উঠে আসে।

অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৯২ কোম্পানির ৩ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৩৪৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৪৯ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ১০৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ঊর্ধ্বমুখী ডিএসই সিএসই

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর