শিমুলিয়ায় আজও ঘরমুখো মানুষের ঢল
১২ মে ২০২১ ০৯:১৮ | আপডেট: ১২ মে ২০২১ ১১:৪০
মুন্সিগঞ্জ: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের চাপ দেখা দিয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। বুধবার (১২ মে) ভোর থেকেই গন্তব্যের উদ্দেশে শিমুলিয়া ঘাট এলাকায় এসে জড়ো হচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়তে থাকে।
ঈদে ঘরমুখী যাত্রীদের ঘাটে দুর্ভোগের কথা বিবেচনা করে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। এই অনুমতি পর শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য শিমুলিয়াঘাটে এক ধরনের যুদ্ধ চলছে ফেরি ঘাটে। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই ঘাটে নেমেছে মানুষের ঢল। জনস্রোত সামলাতে শিমুলিয়া ঘাটে বসানো হয়ছে চেকপোস্ট। দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা। তবুও থেমে নেই মানুষের ঢল।
সরকারি বিধিনিষেধ অমান্য করার কারণ হিসেবে নানা যুক্তি দেখাচ্ছেন ঘরমুখী যাত্রীরা। তাদের সবার লক্ষ্য, যেভাবে হোক বাড়ি যেতেই হবে। এছাড়া ফেরিঘাটের আশপাশে থেকে জীবনের ঝুঁকি নিয়েই জেলে নৌকাসহ ট্রলারে যাত্রীরা পদ্মা পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ফেরি ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, আমাদের ১৬টি ফেরির মধ্যে ১৩টি চলছে। স্বাস্থ্যবিধির মানার কোনো বালাই নেই। ভয়াবহ পরিস্থিতিকে ডেকে নিয়ে আসছে অসচেতন জনগণ। তবে চার শতাধিকের ওপরে পণ্যবাহী গাড়ী রয়েছে।
সারাবাংলা/এনএস