Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে নিজ বাড়িতে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ১১:০৩

প্রতীকী ছবি

নাটোর: জেলার বাগাতিপাড়ার জামনগর পশ্চিম পাড়া গ্রামের একটি বাড়িতে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছেন। শনিবার (৮ মে) সকালে স্থানীয়রা হত্যার ঘটনা জানতে পারে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— মৃত বয়তুল্লার ছেলে আমির হোন সমো (৭০) এবং তার স্ত্রী আলেকা বেগম (৬৮)। বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে বাড়ির বারান্দার চৌকির ওপরে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে। হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পাশের ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে থানার ইনচার্জ নাজমুল হক বলেন, বৃদ্ধ স্বামী-স্ত্রী বাড়িতে থাকতেন। আর ছেলে-মেয়েরা সবাই বাইরে থাকেন। অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে তাদের হত্যা করে থাকতে পারে। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

সারাবাংলা/এনএস

নাটোর বৃদ্ধ স্বামী-স্ত্রীকে হত্যা