Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ১১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২১ ১৫:৪৯

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে রিয়াদ নামের এক শিশুকে হত্যার ১১দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ মে) সকালে জালকুড়ি তালতলা এলাকার একটি নির্জনস্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি গাইবান্ধা জেলার অধিবাসী রাজু মিয়ার ছেলে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী সারাবাংলাকে জানান, অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শিশুটিকে হত্যার করা হয়। হত্যার সঙ্গে জড়িত সুজন নামের একজনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। পরে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/একেএম

পূর্ব শত্রুতার জের শিশুর মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর