মেক্সিকোতে মেট্রোরেলের ওভারপাস ভেঙে নিহত ২০
৪ মে ২০২১ ১৪:৩০ | আপডেট: ৪ মে ২০২১ ১৪:৫৪
মেক্সিকো শহরে রাস্তার ওপর মেট্রোরেলের ওভারপাস ভেঙে পড়ে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। খবর আলজাজিরা।
সোমবার (৩ এপ্রিল) রাতে মেট্রো রেললাইন-১২’র ওভারপাস ভেঙে এই দুর্ঘটনার পরপরই সম্ভব্য জীবিত ব্যক্তিদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই রাতেই সাময়িকভাবে অভিযান বন্ধ করা হয়।
মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শাইনবাউম বলেন, মেট্রোরেল চলাচল স্বাভাবিক করার জন্য ঘটনাস্থলে ক্রেন পাঠানো হয়েছে। যাতে করে পুনরায় উদ্ধার কাজ শুরু করা যায়।
তিনি আরও বলেন, উদ্ধার করে হাসপাতালে নেওয়া সাত জনের অবস্থা গুরুতর ছিলে। তাদের অপারেশেন চলছে। এর আগে ৭০ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
শাইনবাউম বলেন, মূলত দেখা যাচ্ছে একটি গার্ডর ওভারপাস থেকে ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে এর সঠিক কারণ জানার জন্য অনুসন্ধান করা হচ্ছে।
সারাবাংলা/এনএস