Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মাদ্রাসা শিক্ষককে দিনেদুপুরে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২১ ১২:৫৬ | আপডেট: ৪ মে ২০২১ ১৪:৩৬

বগুড়া: বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা আটকে মোজাফ্ফর হোসেন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বাবা হুজুর নামে পরিচিত। দীর্ঘদিন ধরে জিন-ভুত তাড়ানোর চিকিৎসা দিয়ে আসছিলেন এই ব্যক্তি।

মঙ্গলবার (৩ মে) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা বাবা হুজুর সকালে সিএনজি চালিত অটোরিকশায় বগুড়ার উদ্দেশে রওনা হন। বগুড়া শাহজাহানপুর উপজেলার বীরগ্রামে কৃষি কলেজের সামনে দুই মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতিরোধ করে বাবা হুজুরকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই মাদ্রাসা শিক্ষককে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওই অটোরিকশার এক যাত্রী জানান, সিএনজিতে পাঁচজন যাত্রী ছিলেন। ঘটনার সময় সব যাত্রী ভয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যান। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।

নিহত মোজাফফর হোসেন নিশিন্দারা মধ্যপাড়া দারুল হেদাইয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

বগুড়া শাহাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কারণ জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

সারাবাংলা/এএম

নাটোর বগুড়া

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর