Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে মে দিবসের সমাবেশে সংঘর্ষ, আটক ২০০

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২১ ১৪:২৫

তুরস্কে মে দিবসের সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ২০০ জনকে আটক করেছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে কয়েকশ প্রতিবাদকারী পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশ করার চেষ্টা করে।

তখন, পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। জবাবে, বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারলে দুই পক্ষের মধ্য ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সেই সময়, ২০০ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

এদিকে, জুন মাসে অনুষ্ঠেয় তুরস্কের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে মার্চ থেকেই উত্তেজনা বিরাজ করছে।

সারাবাংলা/একেএম

আটক তুরস্ক মে দিবস সমাবেশে সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর