Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের আলীকদম থে‌কে অর্ধ‌কো‌টি টাকার গাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২১ ২১:২২

বান্দরবান: জেলার আলীকদম-থান‌চি সড়‌কের ২৬কি‌লো‌মিটার এলাকার উন্ডিপাড়া থেকে ২৬৮‌ পিস অ‌বৈধ কাঠ জব্দ ক‌রে‌ছে সেনাবা‌হিনী। যার আনুমা‌নিক মু‌ল্যে প্রায় অর্ধ‌কো‌টি টাকা।

বৃহস্প‌তিবার (২৯ এপ্রিল) সকা‌লে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম সেনা জো‌নের অভিযানে এ কাঠ জব্দ করা হয়।

আলীকদম সেনাবাহিনী জানায়, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার পয়েন্টের উন্ডিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে গর্জনসহ বি‌ভিন্ন প্রজা‌তির ২৬৮ পিস মূল্যবান কাঠ জব্দ করা হয়। এসব গা‌ছের আনুমা‌নিক প‌রিমান আড়াই হাজার ঘনফুট। যার বাজার মূ‌ল্যে প্রায় ৪২ লাখ টাকার উপ‌রে।

প‌রে জব্দকৃত এসব কাঠ আলীকদ‌মের তৈন রে‌ঞ্জ কর্মকর্তা‌কে হস্তান্তর করা হয়।

আলীকদম সেনা জোনের জোন জেসিও ওয়ারেন্ট অফিসার ইকরাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে পাচারের জন্য রাখা কাঠ জব্দ করেছি। সেনাবাহিনীর দুইটি টিম এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত কাঠগু‌লো লামা বনবিভাগের তৈন রেঞ্জারকে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, বান্দরবা‌নের থান‌চির রিজার্ভ ফ‌রে‌স্ট থে‌কে অবৈধভা‌বে গাছ কাটার অভি‌যোগে থান‌চি থে‌কে বান্দরবানের সড়ক প‌থে গা‌ছের পার‌মিট বন্ধ ক‌রে দেয় বান্দরবান বন বিভাগ। প‌রে চোরাই কাঠ ব্যবসায়ীরা থান‌চির রিজার্ভ ফ‌রে‌স্টের এসব কাঠ থান‌চি আলীকদম সড়কপ‌থে আলীকদম হ‌য়ে লামা দি‌য়ে পাচার করার অভি‌যোগ র‌য়ে‌ছে। ‌রিজার্ভ ফ‌রে‌স্টের গাছ রক্ষায় থান‌চির মতো আলীকদম লামা সড়ক প‌থেও গাছ বন্ধ করার দাবি স্থানীয়দের।

সারাবাংলা/এমও

আলীকদম-থান‌চি গাছ জব্দ লামা সেনাবাহিনী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর