Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুমাইবিলে কৃষকদের সঙ্গে ধান কাটছে ‘কৃষক লীগ’

সারাবাংলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২১ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ধান কেটে দিয়ে প্রান্তিক চাষীদের সহযোগিতা করছেন কৃষকলীগের নেতাকর্মীরা। স্থানীয় সাংসদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশে কৃষক লীগের নেতাকর্মীরা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দেশের শস্যভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার ‘গুমাইবিলে’ কৃষক লীগের ধানকাটা কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রীর নির্দেশে তারা ‍চলমান লকডাউনের মধ্যে শ্রমিকের অভাবে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। শতাধিক নেতাকর্মী মিলে প্রথমদিনে প্রায় এক একর জমির ধান কেটে কৃষকদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

কর্মসুচিতে আরও অংশ নেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার ও সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, তাঁতী লীগের আহবায়ক মোরশেদ তালুকদার প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

কৃষকলীগ গুমাই বিল ধানকাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর