Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েক জেলায় বৃষ্টি, বৃহস্পতিবার থেকে কমবে রাতের তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২১ ২২:২৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ০৪:১০

ঢাকা: এপ্রিল মাস জুড়েই দেশের প্রতিটি অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, দেশব্যাপী বয়ে যাওয়া তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দিনে তাপমাত্রা বেশি থাকলেও রাতে দমকা হাওয়া এবং হালকা বৃষ্টিপাত হতে পারে।

বুধবার ( ২৮ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সারাবাংলাকে বলেন, ‘দেশের বেশ কয়েকটি স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) রাত থেকে ঢাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা হয়তো অপরিবর্তিত থাকবে কিন্তু রাতে তাপমাত্রা কমে আসবে। এ অবস্থা ৩০ এপ্রিল পর্যন্ত কন্টিনিউ করবে। এরপর বৈশাখী ঝড় আসবে এবং আবহাওয়া স্বাভাবিক হবে।’

আবহাওয়া অধিদফতরের গত ২৬ দিনের রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের বেশিরভাগ অঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা বেড়েছে। এপ্রিলের তাপমাত্রা দিনের অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। কখনো কখনো দিনে রাতে সমান তাপমাত্রাও রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সর্বনিম্ন ৩ দশমিক ৯ ডিগ্রি থেকে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। তবে এই পরিস্থিতি চলতি মাস পুরোটাই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

তথ্য অনুযায়ী, বুধবার (২৮ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদ থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে অসহনীয় গরম বিরাজ করছে।

সারাবাংলা/জেআর/একে
বিজ্ঞাপন

আরো