সমুদ্রগর্ভে ইন্দোনেশিয়ার সাবমেরিনটি তিন খণ্ড হয়ে পড়ে আছে
২৫ এপ্রিল ২০২১ ২১:৩৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২৩:০৬
ইন্দোনেশিয়ার সাবমেরিনটি পানির নিচে ভেঙে তিন খণ্ড হয়ে গেছে। সিঙ্গাপুরের এক উদ্ধার যন্ত্র গভীর সমুদ্রে ডুব দিয়ে সাবমেরিনটির এ অবস্থার চিত্র তুলে এনেছে। রোববার (২৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার নৌবাহিনী এসব তথ্য প্রকাশ করেছে। এর আগে বুধবার প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে সমুদ্রে হারিয়ে গিয়েছিল। ব্যাপক খুঁজাখুঁজির পর শনিবার ওই অঞ্চলে গভীর সমুদ্রে এর অবস্থান শনাক্ত করা হয়েছিল।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তারা জানান, যেখানে সাবমেরিনটি ডুবে যায় সেখানের ২ হাজার ৬০০ ফুট গভীর থেকে রোববার সকালে সংকেত পেয়েছেন তারা। সেখানে পাঠানো উদ্ধার যন্ত্রের সাহায্যে দেখা গেছে, এটি ভেঙে দিন খণ্ড হয়ে গেছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান ইয়ুদো মারগোনো বলেন, কেআরআই নানগালা-৪০২ নামক সাবমেরিন জাহাজটি ভেঙে তিন খণ্ড হয়ে গেছে। জাহাজটির মেইন ডেকের নিচের বহিরাবরণ এক খণ্ড, জাহাজের পেছনের অংশ এক খণ্ড আর মূল কাঠামো আরেক খণ্ড। এই তিন খণ্ডে সমুদ্রগর্ভে ভেঙে পড়ে আছে সাবমেরিনটি।
তিনি জানান, সাবমেরিনটি থেকে কিছু জিনিসও উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে একটি নোঙর ও একটি ক্রু সেফটি স্যুট। কী কারণে সাবমেরিনটির এমন পরিণতি হলো তা এখনও জানা যায়নি।
এর আগে বুধবার (২১ এপ্রিল) ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উত্তরে এক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া সাবমেরিন জাহাজটি হারিয়ে যায়। জাহাজটির সন্ধান অভিযানে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পাশাপাশি যোগ দেয় অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও আমেরিকার বিশেষ যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, বুধবার প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া সাবমেরিন জাহাজটিকে গভীর সমুদ্রে ডুব দিতে অনুমতি দেওয়ার কিছুক্ষণ পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খুঁজাখুঁজির পর শনিবার সাবমেরিনটি সমুদ্র তলদেশে ডুবে গেছে বলে ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। জাহাজটিতে থাকা ৫৩ জন ক্রুও মারা গেছেন বলে ঘোষণা দেওয়া হয়। এর একদিন পর রোববার সমুদ্রগর্ভে সাবমেরিনটির অবস্থা সম্পর্কে আরও তথ্য দিলো ইন্দোনেশিয়ার নৌবাহিনী।