নেত্রকোনাতেও নূরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
২৪ এপ্রিল ২০২১ ২১:১৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২১:৩০
নেত্রকোনা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে নেত্রকোনার পূর্বধলা থানায় এ অভিযোগ দায়ের করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রকোনা জেলা শাখার সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মীয় অবমাননা, সাম্প্রদায়িক উসকানি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে সাবেক ভিপি নূরের বিরুদ্ধে।
অভিযোগকারী মাহমুদুল হাসান রতন বলেন, ‘নূরের উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মী শুধু নয়, সব ধর্মপ্রাণ মুসলমানের জন্য অবমাননাকর। তাই আমি তার কঠোর শাস্তি ও বিচার দাবি করছি।’
অভিযোগ দায়েরের তথ্য জানিয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগটি রেখেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৪ এপ্রিল বিকেলে ফেসবুক লাইভে এসে নুর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’ এমন বক্তব্যের পর নুরের বিরুদ্ধে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে এরই মধ্যে মামলা হয়েছে।
মামলার হওয়ার পর নুরুল হক নুর তার আরেকটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে আগের দিনের লাইভ ভিডিও ফেসবুক থেকে অপসারণের কথাও জানিয়েছেন।
সারাবাংলা/টিআর
অভিযোগ দায়ের ডাকসুর সাবেক ভিপি ধর্মীয় অনুভূতিতে আঘাত নুরুল হক নুর