Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড রাখার অনুরোধ অধিদফতরের

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২১ ২৩:১৮

ফাইল ছবি

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকার ঘোষিত ‘লকডাউন’ চলাকালে বিড়ম্বনা এড়াতে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিচয় পত্র বা আইডি কার্ড রাখার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২১ এপ্রিল) অনলাইনে আয়োজিত এক বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ অনুরোধ জানান।

ডা. রোবেদ আমিন বলেন, ‘এই মহামারির সময় স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রম, জীবন রক্ষার এই লড়াইয়ে আপনাদের অবদান অবিস্মরণীয়, অতুলনীয় এবং গর্বের। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের এই মানবসেবা অব্যাহত রাখবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘লকডাউনের সময় আপনারা নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন। আপনাদের প্রতি তাই বিনীত অনুরোধ, চলাচলের সময়ে আপনার দফতর থেকে সরবরাহকৃত যেসব পরিচয়পত্র অথবা যেকোনো ধরনের একটি আইডি কার্ড সঙ্গে রাখার চেষ্টা করবেন এবং চাওয়ামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রদর্শন করবেন।’

তিনি আরও বলেন, ‘সব সরকারি স্বাস্থ্যকর্মীর আইডি কার্ড স্বাস্থ্য অধিদফতর এবং এইচআরআইএস থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে এইচআরআইএস প্রোফাইলে লগইন করে ডাউনলোড করতে পারবেন। এছাড়া যেসব চিকিৎসক প্রাইভেটে আছেন, প্রাইভেট চেম্বার করেন– তারা শুধু তাদের ভিজিটিং কার্ড দেখালেই চলবে।’

স্বাস্থ্য অধিদফতরের এই মুখপাত্র বলেন, ‘প্রাইভেটে যারা চাকরি করছেন তাদের প্রতিষ্ঠানের যেকোনো আইডিও কিন্তু তারা পাবেন। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের দেখালেই আপনারা চলাচল করতে পারবেন। এই বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

আইডি কার্ড চিকিৎসক স্বাস্থ্যকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর