Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডের রাজার কাছে বাংলাদেশ দূতের পরিচয়পত্র পেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২১ ২০:৫৮

ঢাকা: থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. আব্দুল হাই মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংককের দুসিত প্রাসাদে থাইল্যান্ডের রাজা মাহাভাজিরালংকর্নের কাছে  তার পরিচয় পত্র পেশ করেছেন। এই সময় রাজা রাষ্ট্রদূত মো. আব্দুল হাইকে থাইল্যান্ডে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের রাজা মাহাভাজিরালংকর্ন যুবরাজ থাকাকালীন দুইবার বাংলাদেশ সফর করেছেন। নবনিযুক্ত দূত পরিচয়পত্র পেশের সময় থাইল্যান্ডের রাজা বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের জনগণের উষ্ণ আতিথেয়তার কথা তাকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত মো. আব্দুল হাই রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন পৌছে দেন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে রাজা হিসাবে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ছিলেন বিধায় রাজা থাইল্যান্ডে পরিচিত পরিবেশে তার সাফল্য কামনা করেন। পরিচয়পত্র পেশ শেষে থাইল্যান্ডে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের সম্মানে একটি অভ্যর্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি থাইল্যান্ডের জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে সম্প্রচারিত হয়।

সারাবাংলা/জেআইএল/একে

থাইল্যান্ড বাংলাদেশ দূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর