Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ২৩:০৬

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছি বাজার এলাকায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জনই মোটরসাইকেলের আরোহী।

রোববার (১৮ এপ্রিল) ইফতারের আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।

নিহতরা হলেন- সলঙ্গা থানার ঝাওল গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে শামীম (৩৫) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)।

উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, সন্ধ্যার দিকে তালগাছি বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি নসিমনের সঙ্গে সলঙ্গাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার পোতাজিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

২ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনা শাহজাদপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর