বাড়তি দামে বিক্রি হচ্ছে বেগুন-শসা, ক্রেতাদের উপচে পড়া ভিড়
১৩ এপ্রিল ২০২১ ১৬:২৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৮:০৮
ঢাকা: লকডাউন ও রোজা সামনে রেখে বিভিন্ন নিত্যপণ্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রোজায় আগেই সবজিসহ বিভিন্ন পণ্যের দামও বেড়ে গেছে অন্যান্য বছরের মতো। একদিনের ব্যবাধানে বেগুন ও শশার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। বেগুন ও শশা এখন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ও টমেটোর দামও বেড়েছে। এছাড়া ছোলা ও বেসনের দামও কিছুটা বাড়তির দিকে। মাছ ও মুরগির মাংসের দামও এখন আকাশচুম্বি।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানী কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মহাখালীর বউবাজারে বেগুন, শশা ও কাঁচামরিচ ৮০ টাকা করে এবং টমেটো ৪০ টাকা করে কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর লেবু ৪০ থেকে ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতা কাইয়ুম সারাবাংলাকে বলেন, ‘কয়েক দিন আগে বেগুন ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গতকালও ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে আজ ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। শশার দামও কয়েকদিন আগে ৪০ টাকা কেজি ছিল। গতকাল ছিল ৬০ টাকা। একদিনের ব্যবধানে দাম বেড়েছে ২০ টাকা। কাঁচামরিচ কয়েকদিন আগে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’
রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজারে দেখা গেছে, বেগুন ৮০ টাকা কেজি, শশা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই বাজারের বিক্রেতা শরিফ বলেন, ‘প্রতিবছর রোজায় যেমন বেগুন ও শশার দাম বাড়ে, এ বছরও বেড়েছে।’
রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, বেগুন ৭০ টাকা ও শশা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই বাজারের বিক্রেতারাও জানান, বাজারে এই দুটি পণ্যের দাম বেড়েছে।
এছাড়া বাজারে এখন ছোলা ৭০ থেকে ৭৫ টাকা ও বেসন ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই দুটি পণ্যের দামও বেড়েছে। এছাড়া পেঁয়াজ ৪০ টাকা, রসুন ১২০ টাকা, আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। চালের দাম অনেকটাই অপরিবর্তিত আছে।
এদিকে, বাজারে বাড়তি রয়েছে মাছ ও মাংসের দাম। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে সব ধরণের মাছ বিক্রি হচ্ছে। মুরগির দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি। বাজারে এখন ব্রয়লার মুরগি ১৬০ টাকা, পাকিস্তানি জাতের কর্ক ৩০০ টাকা, সাদা কর্ক ২৭০ টাকা, দেশি মুরগি ৬০০ টাকা, লাল লেয়ার ২২০ টাকা ও সাদা লেয়ার ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সাধারণত ব্রয়লার মুরগির দাম ১২০ থেকে ১৩০ টাকার ঘরে থাকে। এছাড়া গরুর মাংস ৫৫০ থেকে ৬০০ টাকা, ছাগলের মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/এমআই