যুক্তরাষ্ট্রে গুলিতে স্কুলছাত্র নিহত, পুলিশ আহত
১৩ এপ্রিল ২০২১ ১০:১২
স্কুলের ভেতরে এক অস্ত্রধারী ঢুকেছে এমন খবরে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাইস্কুলে যায় পুলিশ। অস্ত্রধারীর দিকে এগোলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই অস্ত্রধারী কিশোর। নিহত কিশোর ওই স্কুলের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমসের খবরে এ তথ্য জানানো হয়। নিহত ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ। জানা যায়, সোমবার স্থানীয় সময় বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্কুলটি অঙ্গরাজ্যের নক্সভিল শহরে অবস্থিত।
নক্সভিল পুলিশ জানিয়েছে, নক্সভিল পুলিশের আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর নয়।
ওই প্রতিবেদনে জানানো হয়, অস্ত্রধারী কিশোর স্কুলের শৌচাগারে অবস্থান করছিল। পুলিশ শৌচাগারে ঢুকলে সে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে।
যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র সহিংসতাকে মহামারির সঙ্গে তুলনা করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর হয়ে উঠেছে।
সারাবাংলা/এএম