Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রসংগীত চর্চায় অসামান্য অবদান রেখেছেন মিতা হক: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৪:২৭

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সঙ্গীতশিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি আজ এক শোক বার্তায় প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশে অসামান্য অবদান রেখেছেন মিতা হক। মিতা হকের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়। নতুন প্রজন্মের শিল্পীদের সামনে মিতা হক অনুকরণীয় হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

এছাড়াও এই শিল্পীর মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।

সারাবাংলা/এএইচ/এএম

জি এম কাদের মিতা হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর