Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিতা হকের মৃত্যুতে রওশন এরশাদের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৪:১৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৪:২৯

ঢাকা: বরেণ্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

মিতা হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (১১ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘মিতা হকের মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তবে দেশের মানুষ তাকে আজীবন মনে রাখবে এবং আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ শিল্পীদের কাছে তিনি এক অনুকরণীয় প্রেরণা হয়ে থাকবে বেঁচে থাকবেন।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত গুণী শিল্পী মিতা হক সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক ও শিল্পীকলা পদকে ভূষিত হন।

বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এএইচএইচ/একে

মিতা হক রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর