চট্টগ্রামে আরও ৯ মৃত্যু
১১ এপ্রিল ২০২১ ১২:৫৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১২:৫৪
চট্টগ্রাম ব্যুরো: বন্দর নগরীতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) সকালে সর্বশেষ ২৪ ঘন্টার করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘন্টায় এক হাজার ৮৬৭ নমুনা পরীক্ষা করে ২২৮ জনের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০৪ জন চট্টগ্রাম মহানগরীর এবং ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একই সময়ে, করোনায় মারা গেছেন ৯ জন। এদের মধ্যে ছয় জন মহানগরীর এবং তিনজন অন্যান্য উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ৯ এপ্রিল ঘটে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে শহরের ৩৫ হাজার ৫৩১ জন এবং অন্যান্য উপজেলার ৮ হাজার ৭৮৮ জন। করোনায় মারা গেছেন ৪২৩ জন। এর মধ্যে শহরের ৩০৯ জন এবং উপজেলার ১১৪ জন।
সারাবাংলা/আরডি/একেএম
কোভিড-১৯ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন টপ নিউজ নভেল করোনাভাইরাস