Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধ লঙ্ঘন: নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২১ ২০:৪৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ২০:৪৬

করোনা মোকাবিলায় আরোপিত বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবের্গকে ২০ হাজার ক্রোনা জরিমানা দেশটির পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে নরওয়ের পুলিশ প্রধান ওলে সায়েবেরাদ এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

এর আগে, ফেব্রুয়ারির শেষ দিকে নরওয়ের প্রধানমন্ত্রী পরিবারের ১৩ সদস্যকে নিয়ে পাহাড়ি একটি রিসোর্টে তার ৬০তম জন্মদিন উদযাপন করেছিলেন। অথচ, তখন নরওয়েতে করোনা সংক্রমণ মোকাবিলায় ১০ জনের বেশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা চলছিল। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রক্ষণশীল রাজনীতিক সোলবের্গ ওই ঘটনার জন্য অবশ্য মার্চ মাসে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ধরনের বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনায় খুব বেশি জরিমানা করার নজির নেই। কিন্তু, সোলবের্গ নিজেই সরকারি পদক্ষেপের নেতৃত্ব দিচ্ছেন, তার বেলায় কোনো ছাড় দেওয়া ঠিক হতো না।

শারীরিক দূরত্ব রক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষ যেনো আস্থা রাখে তা নিশ্চিত করতেই এ জরিমানা করা হয়েছে, বলেন পুলিশ প্রধান সায়েবেরাদ।

পুলিশ বলছে, সোলবের্গ এবং তার স্বামী সিন্ড্রে ফিনস দু’জন মিলেই ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন; কোথায় অনুষ্ঠানটি হবে তাও ঠিক করেছিলেন তারা। আয়োজনের যাবতীয় দায়দায়িত্ব ছিল ফিনসের কাঁধে।

প্রধানমন্ত্রীর স্বামীও করোনা মোকাবিলায় আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাকে জরিমানা করা হয়নি। যে রেস্তোরাঁয় অনুষ্ঠানটি হয়েছে জরিমানার হাত থেকে তারাও বেঁচে গেছে।

পুলিশের প্রধানমন্ত্রীকে জরিমানা করা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে তার কার্যালয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নরওয়েতে কয়েকমাস ধরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে, তুলনামূলক দ্রুত সংক্রমণক্ষম ভ্যারিয়েন্টের দাপটের কারণেই এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মার্চ থেকে ইউরোপের দেশটির সরকার বিধিনিষেধ আরও কঠোর করতে বাধ্য হয়েছে।

সারাবাংলা/একেএম

করোনা সংক্রমণ নরওয়ে প্রধানমন্ত্রীকে জুরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর