Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জের সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ২৩:০৬

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বিষাক্ত সাপের কামড়ে জিল্লুর রহমান (৪৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার খাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান ওই গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে। তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্বাস উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলার খাশপাড়া গ্রামের একজনে বাড়িতে সাপ আছে এমন খবর পেয়ে সাপটি ধরতে যায় জিল্লুর রহমান। সেখানে গিয়ে মাটি খুড়ে সাপটি ধরে বস্তায় বন্দী করার সময় হাতে কামড় দিলেই অসুস্থ হয়ে পড়েন ওই সাপুড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত জিল্লুর এলাকায় সাপে কাটা রোগীদের চিকিৎসা করতেন ও বিভিন্ন সময় সাপ ধরতেন। আজ বিষাক্ত সাপের কামড়েই তারই মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এনএস

সাপুড়ে সাপের কামড়ে মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর