রাজধানীতে বাস চলাচলে অনুমতি মিলতে পারে
৬ এপ্রিল ২০২১ ১৫:৫৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২১ ১৭:৪২
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে নিষেধাজ্ঞা পরিস্থিতির মধ্যে গণপরিবহন চলাচলের দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। তাদের বক্তব্য শুধুমাত্র রাজধানীতে শর্তমেনেই বাস চলতে দেওয়া হোক।
সূত্রে জানা গেছে, বাস মালিকদের এমন সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করছে সরকার। কিভাবে, কোন উপায়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচলের অনুমতি দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে বলে সড়ক মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে। তবে সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতির ওপর।
এ প্রসঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ের উল্লাহ বলেন, অফিস আদালত সবই খোলা। বাস ও লঞ্চ বাদে সব পরিবহনই চলছে। ভোগান্তি হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের। তাই আমরা সরকারকে বলছি শুধুমাত্র ঢাকার জন্য বাস চলাচল চালুর অনুমতি দিতে। আমাদের অনুরোধ বিবেচনা করার উদ্দেশ্যে সরকার নিজেদের মধ্যে আলোচনা করছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রথমে ১৮ দফা নির্দেশনা দিয়েছে। সেখানে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের কথা বলা হয়। সে পরিপ্রেক্ষিতে বাস মালিকদের দাবিতে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। এরপর আরও ১১ দফা বিধিনিষেধ দিয়ে গত ৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সারাবাংলা/জেআর/এএম