Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ঘর পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ১ জনের কারাদণ্ড

লোকাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ২৩:২৬

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ভ্যান চালকের নিকট থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রোস্তম আলী আকালু নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম তাকে এ দণ্ডাদেশ দেন।

এ বিষয়ে মোহাম্মদ নুর-এ-আলম বলেন, হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভীরাম গ্রামের ভ্যান চালক ফেরদৌসকে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত জায়গাসহ একটি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে দক্ষিণ মাধবপাড়া গ্রামের ওয়াকিল উদ্দিনের ছেলে রোস্তম আলী আকালু (৪২) ১৪ হাজার টাকা নেয়।

বিজ্ঞাপন

টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলে রোস্তম আলী আকালুকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ভুক্তভোগী ফেরদৌস আলীকে ১৪ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএস
বিজ্ঞাপন

আরো