Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামনুলকে নিয়ে আপত্তিকর পোস্ট, জামিনে মুক্ত সেই যুবলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ২১:১৯

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ আহমেদ জয়কে জামিন দিয়েছেন আদালত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করায় তাকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) সকালে ফেইসবুকে ওই পোস্ট করায় পুলিশ বাদী হয়ে ফৌজদারি ১৫১ দ্বারায় থাকে গ্রেফতার দেখিয়ে জয়কে আদালতে পাঠায়। পরে বিকালে জুডিসিয়াল ম্যাজিস্টট রাগিব নূরের আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন দেন। সুনামগঞ্জের কোর্ট পরির্দশক সেলিম নেওয়াজ এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এমাদ আহমেদ জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

আরও পড়ুন: মামুনুলকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবলীগ নেতা আটক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছে। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে।

ওসি আব্দুল লতিফ বলেন, এমাদকে আটক করে থানায় নিয়ে আসি। তাহিরপুরের সকল আলেমা সমাজের নেতৃবৃন্দের সঙ্গে থানায় মতবিনিময় করা হয়। এ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিজ নিজ অবস্থান হতে সবাই সহযোগিতা করবেন বলে আশস্ত করেছেন।

সারাবাংলা/এনএস

আপত্তিকর ফেসবুক পোস্ট মওলানা মামুনুল হক যুবলগী নেতার জামিন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর