Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপথ নিরাপদ করতে হবে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৪:৪৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ২১:০৮

ঢাকা: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সাবিত আল হাসান লঞ্চটি দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। একইসঙ্গে তিনি দেশের নৌপথ নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সোমবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জি এম কাদের শীতলক্ষ্যা নদীর ওই দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাতক কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

শোকবার্তায় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, নৌপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। দেশের নৌপথ নিরাপদ করতে হবে। সে জন্য দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে কার্যকর তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান নিহতদের পরিবারগুলোকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।

এর আগে, রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জের লঞ্চঘাটে ফিরছিল। লঞ্চটি শীতলক্ষ্যায় পৌঁছালে একটি কার্গো জাহাজ সেটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলে অধিকাংশ যাত্রী লঞ্চের ভেতরে আটকা পড়েন। রাতেই সেখান থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়।

পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ), ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন উদ্ধার অভিযান চালিয়ে সেখান থেকে আরও ২১ জনের লাশ উদ্ধার করে। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হলো। নিহতদের পরিচয় শনাক্ত করে লাশ হস্তান্তরে কাজ করছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এএম

জি এম কাদের লঞ্চডুবি শীতলক্ষ্যা শীতলক্ষ্যায় লঞ্চডুবি শোকবার্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর