লালবাগে ২ মাদরাসায় অভিযান, বিপুল সংখ্যক ছুরি জব্দ
২ এপ্রিল ২০২১ ১১:৫৪ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ১২:৪০
ঢাকা: রাজধানীর ইসলামবাগ জামিয়া ইসলামিয়া (বড় মসজিদ) মাদরাসা ও লালবাগ শাহী মসজিদ সংলগ্ন জামিয়া কোরআনিয়া মাদরাসায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ছুরি উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, এসব ছুরি কোরবানির ঈদে গরু জবাইয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর এসব ছুরি সারাবছরই মাদরাসায় পড়ে থাকে ।
তবে পুলিশের দাবি, এই দুই মাদরাসা থেকে নাশকতা চালানো হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) মাগরিবের নামাজের আগে মাদরাসা দুটিতে অভিযান চালায় পুলিশ। এসময় জামিয়া ইসলামিয়া মাদরাসা থেকে ১৭৬টি ছুরি এবং জামিয়া কোরআনিয়া মাদরাসা থেকে ৪২৭টি ছুরি জব্দ করা হয়।
লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কুদরাত-ই-খোদা বলেন, দুই মাদরাসা থেকে প্রায় ছয় শতাধিক ছুরি জব্দ করা হয়েছে। এগুলো আপাতত থানায় থাকবে। প্রয়োজনে কুরবানির সময় তাদের ছুরিগুলো ফেরত দেওয়া হবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
জানা গেছে, ওই মাদরাসা দুটির মহাপরিচালক হলেন হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী।
সারাবাংলা/ইউজে/এসএসএ