Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২১ ১৮:২২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৩৮৮ জনের।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যুর তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

তিনি সারাবাংলাকে বলেন, ‘করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যুর রিপোর্ট আমরা পেয়েছি। এর মধ্যে একজন মহানগরীর এবং আরেকজন উপজেলার।’

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৮৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সাতটি ল্যাবে ১ হাজার ৯১৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে ২৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৬৭ জনই নগরীর বাসিন্দা। ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ নিয়ে ৪০ হাজার ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

২ জনের মৃত্যু করোনাভাইরাস চট্টগ্রাম জেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর