Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের পতনের মাত্রা কমেছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২১ ১৬:৫৩

ঢাকা: পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। আগের দিন সূচকের ব্যাপক দরপতন হলেও এদিন সূচকের পতনের মাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিন শেষে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। দিনে শেষে ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকার নীচে নেমেছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৩টি কোম্পানির ১৪ কোটি ৭ লাখ ৫৪ হাজার ১১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬১ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ২৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৭০ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে ডিএসই-৩০ মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার দিন শেষে ২০৫ কোম্পানির ১ কোটি ১ লাখ ৪৩ হাজার ৮৮০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫৬ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৩৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

পতন পুঁজিবাজার সূচক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর