Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে ১ ও ৮ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ২২:৪১ | আপডেট: ৩০ মার্চ ২০২১ ২৩:০২

ঢাকা: মোবাইল নেটওয়ার্কের তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে আগামী এপ্রিলের দুই দিন মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্যটি জানিয়ে মোবাইল গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি।

বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সোহেল রানার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন তরঙ্গে সেবা নিশ্চিত করতে আগামী ১ ও ৮ এপ্রিল রাতে ৮ ঘণ্টা করে মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

এতে বলা হয়েছে, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে।

অন্যদিকে, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

এর আগে, গত ৮ মার্চ বিটিআরসি আয়োজিত নিলামে অংশ নিয়ে নতুন তরঙ্গ বরাদ্দ নিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। নতুন বরাদ্দ নেওয়া তরঙ্গে সেবা দেওয়ার জন্য অপারেটরগুলো তাদের তরঙ্গ পরিবর্তন করবে। ১ ও ৮ এপ্রিল তরঙ্গ পরিবর্তনের কার্যক্রম শেষ করে ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেবে তিন অপারেটর। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক অবশ্য ওই নিলাম থেকে নতুন কোনো তরঙ্গ বরাদ্দ নেয়নি।

সারাবাংলা/ইএইচটি/টিআর

টপ নিউজ তরঙ্গ পরিবর্তন মোবাইল সেবা মোবাইল সেবায় বিঘ্ন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর