Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ১৫০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ১৪:৫২

মুন্সীগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ১৫০ মণ জাটকা জব্দ করেছে মুন্সীগঞ্জের নৌ-পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) ভোর ছয়টার দিকে নারায়ণগঞ্জের ৫নং ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এক ট্রলার ভর্তি এসব জাটকা জব্দ করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী হয়ে নারায়ণগঞ্জে জাটকা নেওয়া হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ভোরে ফোর্স নিয়ে অভিযানে চালানো হয়। মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর মোহনায় জাটকার ট্রলারটি চিহ্নিত করে তাদের পিছু নেই। পরে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ ৫নং ঘাটে পৌঁছে জাটকাসহ ট্রলারটি জব্দ করতে সক্ষম হই। তবে পুলিশের অবস্থান বুঝতে পেরে অসাধু ব্যবসায়ীরা ট্রলার রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে সকাল নয়টার দিকে মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো