Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৩:২৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) ভোর রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকায় মহাসড়কে এ দুঘর্টনা ঘটেছে।

দুর্ঘটনায় মৃতরা হলেন- শাহ আলম (৪১), মো. জাহাঙ্গীর (৩০) এবং মো. আয়াত (৪০)। মৃত তিনজনের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের দোহাজারী থানার পরিদর্শক মো. আব্দুর রব সারাবাংলাকে বলেন, ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। কক্সবাজারমুখী মাইক্রোবাসটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। আহত অবস্থায় চকরিয়া সিটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও আয়াতকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন
সারাবাংলা/আরডি/একেএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো