Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় বাসায় ঢুকে যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১১:২০ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৩:০২

ঢাকা: রাজধানীর মুগদার একটি বাসায় ঢুকে জজ মিয়া ওরফে আলামিন (২৫) নামে এক যুবককে তারই দোকানের কর্মচারী গলা কেটে হত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উত্তর মুগদা বাসার টাওয়ারের পিছনে সর্দার গলির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়েব খান জানান, ওই বাসার ৫ম তলা থেকে আলামিনের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, মৃত আলামিনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আনোয়ারপুর গ্রামে। স্ত্রী কল্পনা ও ছোট ভাই হোসাইনকে নিয়ে মুগদার বাসায় ভাড়া থাকতেন। মুগদা বিশ্বরোডের ঢালে আলামিনের একটি লন্ড্রির দোকান আছে।

জানা গেছে, গতরাতে আলামিনের লন্ড্রির দোকানের কর্মচারী জোবায়ের ও তার বড় ভাই শাকিল ধারালো অস্ত্র নিয়ে আলামিনের বাসায় প্রবেশ করে। এ সময় আলামিনের স্ত্রী ও ছোট ভাই হোসাইন ভয় পেয়ে বাথরুমে ঢুকে দরজা আটকে দেয়। চিৎকার করতে থাকে। তখন তারা দুজন আলামিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাদের দুজনকে ধরে ফেলে। পরে থানায় খবর দেয়।

দোকান কর্মচারী জোবায়েরের বাড়ি আর নিহত আলামিনের বাড়ি পাশাপাশি গ্রামে। গ্রামের কোনো দন্দ্ব বা দোকানের কোনো দন্দ্বের জেরেই কর্মচারী ও তার বড় ভাই মিলে এই ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এএম

টপ নিউজ যুবককে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর