Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৮:৩৭

নড়াইল: নড়াইলের বারইপাড়া ফেরিতে একটি পাথর বোঝাই ট্রাক ওঠার সময় বেইলী ব্রিজ ভেঙে নবগঙ্গা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর বারইপাড়া-কালিয়া ফেরী চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে নড়াইল থেকে কালিয়াগামী একটি পাথর বোঝাই ট্রাক বারইপাড়া ঘাটে ফেরীতে ওঠার সময় বেইলি ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। ঘটনার সময় ফেরিতে কয়েকটি ট্রাক, ইজিবাইক ও হালকা যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

জানা যায়, প্রতিদিন এ ফেরী দিয়ে কয়েকশ ট্রাক, যাত্রীবাহী বাস ও হালকা যানবাহন চলাচল করে। ফলে এ ঘাট দিয়ে চলাচলকারী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়বে।

কালিয়া থানার ওসি সেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৗশলী এ এম আতিকুল্লাহ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পন্টুনের কোনো ক্ষতি হয়নি। তবে বেইলি ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এ স্থানে নতুন একটি বেইলি ব্রিজ প্রতিস্থাপন করতে হবে।

প্রকৗশলী এ এম আতিকুল্লাহ জানান, এই কাজটি করতে ৩/৪ দিন সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব আমরা ফেরি চালুর ব্যবস্থা করেছি।

সারাবাংলা/একে

বেইলি ব্রিজ ব্রিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর