Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ফের সূচকের বড় পতন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ১৭:২০ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৯:৪৫

ঢাকা: পুঁজিবাজারে আবারো ব্যাপক দরপতন হয়েছে। বুধবার (২৪ মার্চ) দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৮৪ পয়েন্ট কমেছে। সূচকের এই পতনের ধারা দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত রয়েছে। দিনশেষে উভয় পুঁজিবাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির দাম কমেছে। তবে ডিএসইতে আর্থিক ও শেয়ার লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৩টি কোম্পানির ১৫ কোটি ২৮লাখ ৯৯ হাজার ৯৯৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৪৯টি, কমেছে ২২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টি। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৮০ কোটি ৩৯ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩০ পয়েন্টে নেমে আসে। এছাড়াও এদিন ডিএস-৩০ মূল্য সূচক ৩৮পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়া সূচক পয়েন্ট ১৬ কমে ১ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৩৩ কোম্পানির ৪ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ১১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৩টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৪৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৪২৪ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ১৭৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ পতন পুঁজিবাজার সুচক