মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর রিট খারিজ
২৪ মার্চ ২০২১ ১৪:৫৫ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৫:৪০
ঢাকা: চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৪ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে গত ২১ মার্চ আদালতে রিট আবেদনটি দায়ের করেন পরীক্ষার্থী তাইমুর খান বাপ্পি।
রিটে শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব, মেডিক্যাল এডুকেশন অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিকে বিবাদী করা হয়।
আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে রিটকারীদের আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান বলেন, ‘এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর রিট উত্থাপিত হয়নি (নট প্রেস রিজেক্টটেড) মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।’
তিনি আরও বলেন, ‘কভিড-১৯ মহামারি বিবেচনায় নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে রিটটি দায়ের করা হয়েছিল।’
আগামী ৪ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এমআই