Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় গণহত্যা দিবস পালনে ৫ নির্দেশনা মাউশির

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ০০:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ০০:২১

ঢাকা: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করতে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে পাঁচটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)।

মঙ্গলবার (২৩ মার্চ) মাউশির পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরে যথাযোগ্য মর্যাদায় পালন করতে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

এই বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচটি নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— বৃহস্পতিবার (২৫ মার্চ) বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে পঁচিশে মার্চ রাতে নিহতদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসগুলোর সংশ্লিষ্ট মসজিদ-মন্দির-গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাতে প্রার্থনার আয়োজন করতে হবে; সব শিক্ষা প্রতিষ্ঠানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করতে হবে; সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিসে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করতে হবে।

আদেশে আরও বলা হয়, ২৫ মার্চ সুবিধাজনক সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনলাইনে ২৫ মার্চ গণহত্যা স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে এবং গণহত্যা দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোস্টার-ব্যানার-ফেস্টুন ইত্যাদির মাধ্যমে গণহত্যার চিত্র তুলে ধরতে হবে।

সারাবাংলা/টিএস/টিআর

৫ নির্দেশনা গণহত্যা দিবস মাউশি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর