Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছত্তিশগড়ে ‘মাওবাদী’ হামলায় ৩ পুলিশের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২১ ২১:৫৫

ভারতের ছত্তিশগড়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ইউনিটের তিন সদস্যের মৃত্যু হয়েছে এবং আরও ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৩ মার্চ) বস্তারের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বাসে সন্দেহভাজন মাওবাদীদের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় বাসটিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ২৪ সদস্য ছিলেন। তারা আবুজমাদ জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েই ফিরছিলেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ছত্তিশগড় পুলিশের মহাপরিচালক ডিএম আওয়াস্তি বলেন, বিস্ফোরণে তিন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। জঙ্গলে যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় বিস্তারিত জানা যায়নি।

সারাবাংলা/একেএম

ছত্তিশগড় পুলিশের মৃত্যু মাওবাদী হামলা